রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচুয়ার নূরুল আমিন চাঁদপুর জেলার  শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত দাকোপে হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট খুলনা জেলা শাখার আয়োজনে শারদীয়া দুর্গ পুজো উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা মিরসরাইয়ে ইসলামী পাঠাগারের উদ্বোধন ও কর্মী সম্মেলন নান্দাইলে মামুনুল হকের গণ সমাবেশ অনুষ্ঠিত শহিদ লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী বকশীগঞ্জের মুনীরা বেগম জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বিএনপি হলো ভালো মানুষের দল: খোরশেদ আলম কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপি ২৫০ আসন নিয়ে সরকার গঠন করবে রুমিন ফারহানা পাঁচবিবিতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনায় পাথরের আঘাত খেয়ে ব্যাংক কর্মকর্তা নিহত মিরসরাইয়ে ৭নং কাটাছরা ইউনিয়ন বিএনপির আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা চিকিৎসা সহায়তার মানবিক আবেদন মহানবীকে কটূক্তির প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

এক কথায় আসল দলিল যার ভূমি তার, ভূমি আইন পাস কার্যকর হবে ২০ই জানুয়ারি ২০২৩ইং -DBO-news

শ্রী ঃ মিশুক চন্দ্র ভুঁইয়া ,পটুয়াখালী , গলাচিপা, প্রতিনিধি। / ১২৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ২:১২ অপরাহ্ণ

 

ভূমি আইন পাস হয়েছে, ১০ই জানুয়ারি থেকে কার্যকর হবে। যেই বিষয়-গুলো নজর দেওয়া হবে, নিম্নে তুলে ধরা হলোঃ-
০১/ কাহারো ৬০ বিঘার উপরে কৃষি জমিন থাকতে পারবেনা।
০২/ এক নামে ২৫ বিঘা জমিন থাকলে তার খাজনা মাফ।
০৩/ আসল দলিল যার ভুমি তার।
০৪/ ভুমি অপরাধ আইন, ভুয়া বেনামি ও জ্বাল দলিল বাদ ও সেই দলিলের দাবিদার এর জেল হবে।
০৫/ ভুমি জবর দখল দন্ডনিয় অপরাধ।
০৬/ মুল মালিক কে জমিন দেওয়া হবে।
০৭/ আন রেজিষ্টার্ড দলিল বাদ।
০৮/ কারো থেকে অতিরিক্ত জমিন লিখে নেওয়া দলিল বাদ ও দন্ডনিয় অপরাধ।
০৯/ অন্যের নামে ভুয়া জ্বাল দলিল বাদ। বা ১০০ বৎসর ভুমি জবরদখল রাখলেও সেই জমিনের দখল ছাড়তে হবে। যাহা হিন্দুদের ছিল।
১০/ খাস জমিন ভুয়া দলিল করে দখলে রাখলে ওই ভুমির সেই দলিল বাদ ও দখল ছাড়তে হবে।
১১/ নিজের ভাই-বোন মা-বাবা ও কাউকে পাগল বা প্রতিবন্ধী বলে ভুল বুঝিয়ে দলিল করে নেওয়া, ওই সকল নামে জ্বাল দলিল বানিয়ে ভুমি আক্তসাত করা দলিল বাদ হয়ে যাবে।
১২/ উত্তরাধিকারিকে বঞ্চিত করে ভুয়া দলিল তৈরি করিলে বা দখল না দিয়ে বা বঞ্চিত করলে সেই দলিল বাদ।
১৩/ ভূমি ক্রয়কারী ও বিক্রয় কারি দলিল সঠিকতর থাকতে হবে।
এক কথায় আসল দলিল যার ভূমি তার। ভূমি আইন পাস কার্যকর হবে ২০ই জানুয়ারি-২০২৩
ভূমি আইন পাস হয়েছে,২০ই জানুয়ারি থেকে কার্যকর হবে। যেই বিষয়-গুলো নজর দেওয়া হবে, নিম্নে তুলে ধরা হলোঃ-

০১/ কাহারো ৬০ বিঘার উপরে কৃষি জমিন থাকতে পারবেনা।

০২/ এক নামে ২৫ বিঘা জমিন থাকলে তার খাজনা মাফ।

০৩/ আসল দলিল যার ভুমি তার।

০৪/ ভুমি অপরাধ আইন, ভুয়া বেনামি ও জ্বাল দলিল বাদ ও সেই দলিলের দাবিদার এর জেল হবে।

০৫/ ভুমি জবর দখল দন্ডনিয় অপরাধ।

০৬/ মুল মালিক কে জমিন দেওয়া হবে।

০৭/ আন রেজিষ্টার্ড দলিল বাদ।

০৮/ কারো থেকে অতিরিক্ত জমিন লিখে নেওয়া দলিল বাদ ও দন্ডনিয় অপরাধ।

০৯/ অন্যের নামে ভুয়া জ্বাল দলিল বাদ। বা ১০০ বৎসর ভুমি জবরদখল রাখলেও সেই জমিনের দখল ছাড়তে হবে। যাহা হিন্দুদের ছিল।

১০/ খাস জমিন ভুয়া দলিল করে দখলে রাখলে ওই ভুমির সেই দলিল বাদ ও দখল ছাড়তে হবে।

১১/ নিজের ভাই-বোন মা-বাবা ও কাউকে পাগল বা প্রতিবন্ধী বলে ভুল বুঝিয়ে দলিল করে নেওয়া, ওই সকল নামে জ্বাল দলিল বানিয়ে ভুমি আক্তসাত করা দলিল বাদ হয়ে যাবে।

১২/ উত্তরাধিকারিকে বঞ্চিত করে ভুয়া দলিল তৈরি করিলে বা দখল না দিয়ে বা বঞ্চিত করলে সেই দলিল বাদ।

১৩/ ভূমি ক্রয়কারী ও বিক্রায় কারি দলিল সঠিকতর থাকতে হবে।

এক কথায় আসল দলিল যার ভূমি তার।পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন
গলাচিপা উপজেলা ভূমি সেবা সপ্তাহ-২০২২৩এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৩ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক কূষক লীগের সভাপতি এছাড়াও উপজেলার অন্যান্য ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে ভূমির বিভিন্ন সেবা বিষয়ে ব্রিফ করা হয়।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!