ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ভোধন করেন নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন। তিনি বলেন, ভূমি সেবা সঠিকভাবে করতে পারলে গ্রামে-গঞ্জে ভূমি নিয়ে মামলা মোকাদ্দমা অনেক কমে যাবে।
ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের তিনি সততা ও সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রেস কনফারেন্স ও আলোচনা সভা বুধবার (২৪ মে) নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও চন্ডীপাশা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী প্রমুখ। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনিমাণে স্মার্ট ভূমিসেবা চালু করা হয়েছে। বর্তমানে ভূমি উন্নয়ন কর, ই- নামজারি, স্মার্ট ভূমি সেবা খতিয়ান (পরচাঁ) জমির ম্যাপ সহ বিভিন্ন কাজ অনলাইনের মাধ্যমে করা যায়। এছাড়াও নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়ন ভূমি অফিসে এই সেবা চালু করা হয়েছে বলে এটিএম আরিফ জানান। এছাড়া ১৬১২২ নাম্বারে কল করে ভূমি সেবা বা অভিযোগ জানাতে পারবেন বলে উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠানে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।