শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতে বায়ারদের শিপমেন্টের পোশাক সময়মতো দিতে না পারায় মালিকপক্ষ চরম বিপাকে পড়েছেন।
শিল্প পুলিশ জানায়, জামগড়া এলাকায় ফ্যাশন ফোরাম লিমিটেড নামের ওই গার্মেন্টসে কাজ করে আসছিল কয়েক হাজার শ্রমিক। কয়েক মাস আগে শ্রমিকরা বিভিন্ন দাবিতে কারখানাটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
পরে মালিকপক্ষ শ্রমিকদের সকল দাবি মেনে নিলে পোশাক কারখানাটিতে কাজের গতি ফিরে আসে। আবারও গত নয় তারিখ থেকে শ্রমিকরা বিভিন্ন অবৈধ দাবিতে কারখানাটিতে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। পরে মালিকপক্ষ তাদের সকল দাবি দাওয়া মেনে নিলে শ্রমিকরা আবারও বিভিন্ন উস্কানিতে কারখানাটিতে উৎপাদন বন্ধ রেখে উশৃঙ্খল শুরু করে।
শ্রমিকদের দাবি দাওয়ার মেনে নেওয়ার বিষয়টি শ্রম মন্ত্রণালয়কেও অবহিত করে কারখানা কর্তৃপক্ষ। দপায় দফায় কারখানাটিতে ভাঙচুর লুটপাট ও কাজ বন্ধ করে রাখায় মালিকপক্ষ চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। পরে মালিকপক্ষ আজ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে শ্রমিকরা বাইপেল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশের সাথে তাদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।। যেকোনো অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।।