পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা ভাল থাকেন, জনগন ভাল থাকেন। জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ও ধর্মকে ব্যবহার করেই এরশাদ ও খালেদা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য ও জনগনের কল্যানের জন্য তারা কিছুই করেননি। ২৩.০৫.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফলে ৩ কোটি ২৭ লক্ষ ৬৪ হাজার ৩১৩ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, অধীর রঞ্জন দাস ও উপজেলা প্রকৌশলী সুলতান আহম্মেদ, এপিএস আনিচুর রহমান ও অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক। আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা পুনরায় আসম ফিরোজকে বাউফলে এমপি হিসাবে পেতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান। এর আগে তিনি বেলা ১১টার দিকে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে বাউফল উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদ নিমার্ণ কাজের শুভ উদ্বোধন করেন। গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী হারুন-অর- রশিদ জানান ২০২৪ সালের ৩০ জুন মসজিদ নিমার্ণ কাজ শেষ হবে।