শ্রীনগরে খানাখন্দ রাস্তায় ভোগান্তি,
স্থানীয়দের দাবি অনেক নতুন রাস্তার উন্নয়ন কাজ হলেও এটি হচ্ছে না
শ্রীনগরের শ্যামসিদ্ধি ইউনিয়ন ৯নং ওয়ার্ড এর কয়কীর্তন মন্দির মোড় থেকে কয়কীর্তন শ্বশান হয়ে ৮নং ওয়ার্ডের মথুরাপাড়া দেওয়ান বাড়ী পর্যন্ত রাস্তাটির বেহাল দশায় ভোগান্তি তে পরতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও এরাস্তাদিয়ে চলাচল করা পথযাত্রীদের।শ্যামসিদ্ধি ইউনিয়ন থেকে শ্রীনগর সদর ইউনিয়ন এর সংযোগ সড়ক এটি,গিয়ে মিশেছে শ্রীনগর সরকারি কলেজ পর্যন্ত,প্রতিনিয়ত এ রাস্তাটি দিয়ে স্কুল,কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে
জায়গায় জায়গায় খানা খন্দ,উচু নিচু অংশ রাস্তার ইট উঠে কোথাও গর্তের সৃষ্টি হয়েছে,সেই গর্তে পানি জমে কাদা তৈরি হচ্ছে।
আধা পাকা রাস্তায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়রা জানায় ৪-৫বছর আগে এ গুরুত্বপূর্ণ পূর্ণ রাস্তাটির ইটের কাজ হয়,পরবর্তী থেকে গাড়ী চলাচল করতে পারতো অবৈধ ড্রাম ট্রাক চলাচল করায় এ রাস্তাটির বেশী ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় কয়কীর্তন মোড় থেকে কলেজ রোড পর্যন্ত রাস্তাটি অসংখ্য ছোট বড় গর্ত,রাস্তার ইট উঠে গিয়েছে, রাস্তাটির দুপাশেই দেখা যায় ফসলি জমির উপরে ড্রেজার পাইপ স্থাপন করা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন আমাদের এখান থেকে সদর পর্যন্ত জেতে এ রাস্তাটি দিয়ে শর্টকাট জাওয়া জায়,রাস্তাটি একটু বৃষ্টি হলেই পিচ্ছিল ও ছোট ছোট গর্তে পানি জমে হযবরল অবস্থা হয়ে জায় কোন অটো এ রাস্তা দিয়ে আসতে চায় না, আর কোন অসুস্থ রোগী কে হাসপাতালে নিতে হলে ঘুরে অন্য রাস্তাদিয়ে যেতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ রাস্তাটি পাকা করার জন্য অনুরোধ করছি।
শ্যামসিদ্ধি ইউনিয়ন৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃরাজু সারেং বলেন রাস্তাটি র অবস্থা আসলেই খারাপ এর আগে চেয়ারম্যান মহোদয় কে অবগত করেছি তিনি উর্ধতন কর্তৃপক্ষ কে অবগত করেছেন,পরবর্তী তে মাপা হয়েছিল।
এ বিষয়ে শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন বলেন রাস্তাটির আলেই বেহাল অবস্থা এ রাস্তাটি র জন্য উপজেলা উন্নয়ন প্রকল্প থেকে আবেদন করেছিলাম রাস্তাটি বড় হওয়ায় সম্ভব হয়নি,আমি আশাবাদী মাননীয় এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যান মহোদয় রাস্তাটির যথাযথ ব্যাবস্থা নিবেন।