সাভারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন সাভার সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলঝোড়া ইউনিয়নের নিমেরটেক এলাকার প্রায় ২ বিঘা জমির বোরো ধান কেটে দেন তারা। সাভার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈফ আহমেদ নাসিম এর নেতৃত্বে নেতাকর্মীরা এতে অংশ নেয়।
চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তাদের সেই আহবানে সাড়া দিয়ে সাভার সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেন।
এ সময় কৃষক বলেন, আমার ২ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। শেষের দিকে শ্রমিক পাওয়া দুস্কর হয়ে পড়েছে। বিষয়টি জানতে পেরে বিনামূল্যে সাভার সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
সাভার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈফ আহমেদ নাসিম বলেন, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব অনুপ্রেরণায়, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর নির্দেশনায় আমরা সাভার সরকারি কলেজ ছাত্রলীগ অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। আজ প্রথমদিনে ১ জন কৃষকের ২বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।
সাভার সরকারি ছাত্রলীগের নেতা আরশেদ খান বলেন, চলনবিলের কৃষকদের ধান ঘরে তুলে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাজ করছি। আজ একজন কৃষকের ধান ঘরে তুলে দিয়েছি। চলনবিলের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কৃষকের পাশে থাকবো।