ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় নব যোগদানকারী অফিসার ইনচার্জ মুক্তিযোদ্ধার সন্তান রাশেদুজ্জামান রাশেদ শুক্রবার সন্ধ্যায় মডেল থানা ভবনে নান্দাইলে কর্মরত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভার আয়োজন করেন। সিনিয়র সাংবাদিক ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নান্দাইল থানার আইন শৃংঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে মাদক, গরু চুরি, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, গ্রামীন জুয়া, যুব/ছাত্রদের বেপড়ুয়া মোটর সাইকেল চালানো বন্ধ করণ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ যথাক্রমে এডভোকেট হাবিবুর রহমান ফকির, হান্নান মাহমুদ, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, আলম ফরাজী, আহসান কাদের মাহমুদ, সাওয়ার জাহান রাজিব, জহিরুল ইসলাম লিটন, শামছুজ্জামান বাবুল, তৌফিক আহম্মেদ মবিন, সাইদুর রহমান প্রমুখ আলোচনায় অংশ গ্রহন করেন। মতবিনিময় সভায় নবযোগদান কারী অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ তার কর্মকালীন সময়ে নান্দাইলের আইন শৃংঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের নিকট কোথাও কোন সমস্যা মনে হলে আমাকে সরাসরি জানাবেন। আমি সমস্যা সমাধানের চেষ্ঠা করব। তিনি নান্দাইল মডেল থানাকে দালাল মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।