হাইমচর উপজেলার তেলির মোড় শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্স মন্দির কমিটি গঠন কল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ই মে বিকেল ৫ টায় হাইমচর উপজেলার তেলির মোড়ে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পূজা উদযাপন কমিটির আহবায়ক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে ও পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক লক্ষন চন্দ্র সরকারের পরিচলনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাইমচর উপজেলা শাখার সিনিয় সহ সভাপতি প্রনব কুমার সরকার, সহ সভাপতি বাবু জয়দেব দত্ত,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হাইমচর উপজেলা সাখার
সহ সভাপতি বাবু ডা.অজিত সরকার, সাংগঠনিক সম্পাদক পরেশ চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক দিনেশ চন্দ্র দেওয়ান।সভায় বক্তবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন অরুণ চন্দ্র দেওয়ান, নির্মল গোলদার,ভবানী সংকর মজুমদার, সুশীতল দাস,হরিপদ দাস,রামকৃষ্ণ, অনিল মাঝি,মিলন মাঝি,স্বপন,জীবন গোলদার, যুগল সরকার, গৌতম রায় চৌধুরীসহ অসংখ্য বক্তবৃন্দ।এসময় আহবায় অজয় কৃষ্ণ মজুমদার বলেন আমরা এই মন্দিরটি তিলে তিলে তৈরি করছি।আমাদের এই মন্দিরের কোনো অস্তিত্ব ছিলোনা।বর্তমান আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা দীপু মনির আন্তরিক সহযোগিতায় এই মন্দিরটি এত সুন্দর কাঠামোতে পরিনত হয়েছে। বর্তমান সরকার জন নেত্রী শেখ হাসিনা আমাদের হিন্দু সম্পদায়কে অনেক দান অনুধান দিয়ে সহযোগিতা করে থাকেন।আমাদের শিক্ষা মন্ত্রী ডা দীপু মনির কাছে আমরা এই মন্দিরের জন্য যখনি গিয়েছে তখনই তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন।আমাদের মন্দিরের কাজে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী আমাদেরকে কাজের মধ্যমে ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।আমরা ভবিষ্যতেও ওনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সভায় সকল বক্তবৃন্দ বলেন,আমাদের শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্স মন্দির কমিটি গঠন এই মন্দিরে গঠন করা হবে।এবংকি আগামী দিনে মন্দিরের কমিটি না হওয়া পর্যন্ত বর্তমান যে আহবায়ক কমিটি আছে ওনারাই এই শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্স মন্দিরের কার্যক্রম পরিচালনা করবেন।এসময় বক্তবৃন্দ আরো বলেন এই মন্দির সঠিক ও সুন্দর ভাবে চলার জন্য আমরা সকলে এবং সকল বক্তবৃন্দের আলোচনার ভিত্তিতে এই কমপ্লেক্সে কমিটি গঠন করা হবে।