সন্ত্রাসীদের কোন দল নাই। সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। আর যেন কোন মায়ের কোল খালি না হয়, আমাদের যেন কোন নেতা- কর্মীকে হারাতে না হয়। নোমান ও রাকিব জনপ্রিয় নেতা ছিল। অল্প সময়ে রাজনৈতিক ভাবে তারা অনেক দূর এসেছে। তারা বেঁচে থাকলে হয়ত এক সময় জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত। আজ বিকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যুবলীগ নেতা আবুদ্যাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামের স্মরনে শোক সভায় সভাপতি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সন্ত্রাসীদের লালন পালন করে না। বিএনপির সন্ত্রাসীদের লালন পালন করে। তাদের হাত ধরে উত্তর-পূর্ব অঞ্চলে সন্ত্রাসীদের উত্তান হয়। আওয়ামী লীগ ক্ষতায় আসার পর সন্ত্রাসী জনপদকে শান্ত করে। কিন্তু আবারও বিএনপি জামাতের ঐ সন্ত্রাসীরা মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে।কিন্তু তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না।এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু, জজ কোর্টের পিপি জসীম উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা আবদুল মতলব, রাসেল মাহামুদ মান্ন, ফরিদা ইয়াসমিন লিকা, সদর উপজেলা আওয়ামীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারন সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। সভা শেষে নোমান ও রাকিবের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।