লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার সাবেক লেখক ( মাস্টার রুল) ৭ নং ওয়ার্ড কালুহাজী সড়কের নূরল ইসলাম জাল দলিলে জমি ক্রয় করার গং এর সাথে সম্পৃক্ত না থাকায়
একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। নুূুরুল ইসলাম জানান, ২০১২ সালে আবুল কালাম ও সেকান্তর আমার আইডি কার্ড ও ছবি নিয়ে ৮০৭১ নং দলিলে দাতা আশুরা খাতুন থেকে ৪ জনের নামে ১২ শতক জমি ক্রয় করে। পরবর্তীতে উক্ত দলিলের বিরুদ্ধে সহিদুর মনির রিটন গং উক্ত দলিলের বিরুদ্ধে আমিসহ ৪ জনকে বিবাদী করে জাল দলিলের মামলা করে আদালতে। তখন আমি জানিতে পারি যে দাতা আশুরা খাতুন জমি রেজিষ্ট্রির ২৫ দিন আগে মৃত্যু বরন করে। ২০১৭ সালে আমি জানার পর আদালতে ছলোনামা দেওয়ার পর আবুল কালাম ও সেকান্তর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং আমার জমি দখলের চেষ্টা করে। এতে আমি বাধা দেওয়ায় তার ক্ষিপ্ত হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করে। পরে আবুল কালাম ও তার ছেলে রনিসহ ৫/৬ জন আমাকে মারধর করলে আমি থানায় অভিযোগ দায়ের করি। এরপর তারা আবার আমার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে হয়রানী করতে থাকে। যাহা অদ্যবধি পযর্ন্ত করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আমার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে বিভিন্ন গনমাধ্যমে প্রচার করে হেয় পতিপন্ন করার চেষ্টা করে।আমি যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।