পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় পাগলা এলাকা থেকে এক অজ্ঞাত পুরুষ ভিক্ষুকের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
১২.০৫.২৩ইং তারিখ রোজ শুক্রবার বেলা পৌঁনে ৩টার দিকে ঘটনাস্থল থেকে ওই ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়।
লেবুখালি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আঃ কাদের চৌকিদার জানান, শুক্রবার দুপুরে ২টার দিকে পথচারী পাগলা গোলচত্ত্বর এলাকায় রাস্তার পশ্চিম পাশে একজন বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানায়। আমি ঘটনাস্থলে পৌঁছে দুমকি থানা পুলিশকে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করি। পুলিশ বেলা পৌঁনে ৩দিকে ঘটনাস্থলে পৌঁছে সুরত হাল রিপোর্ট তৈরি করে।
এ সময় দুমকি থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মাহবুব আলম ও উপ- পরিদর্শক আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আমাদের কাছে মনে হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন উল্লেখ করে দুমকি থানার অফিসার ইনচার্জ আবুল বাশার সাংবাদিকে বলেন, তিনি পথে পথে ঘুরতেন ও ভিক্ষা করতেন। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য আমার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি এবং লাশ শনাক্তের জন্য পিবি আইকে ডেকে তার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে।
উল্লখ্য, কিছুদিন যাবৎ প্রচন্ড রৌদ্রের খরতাপে শুয়ে শুয়ে মানুষের কাছে হাত পেতে টাকা ও খাবার চাচ্ছিলেন ওই বৃদ্ধ।