পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মহিষ চলাচলের রাস্তায় ফসলের ক্ষতি হওয়া নিয়ে এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সালিশ মজলিশে একই পরিবারের আরও ৪জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ১১.০৫.২৩ইং তারিখ রোজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটে।
আহতের সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুর ২টার দিকে মহিষে ফসল খাওয়াকে কেন্দ্র করে চুন্নু মৃধার স্ত্রী রোজিনার (৩০) সাথে পাশের বাড়ির রিপন মৃধার(৩০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন মৃধা রোজিনাকে পিটিয়ে আহত করে। এঘটনায় বিচার চাইলে স্থানীয় সালিশের মাধ্যমে মিমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে রিপনের বাড়িতে বসা হয়। সালিশ না মেনে ওই অনুষ্ঠানে রিপন মৃধা, তার ভাই শাহ জালাল মৃধা, আনোয়ার মৃধাসহ ৭/৮ জনের একটি দল রোজিনার পরিবারের লোকদের উপর হামলা চালয়। এতে আহত হন রোজিনার স্বামী চুন্নু (৩০) মৃধা ও তার ভাই ফারুক মৃধা(৪০) ও শাকিবসহ (১৮) চারজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয় অভিযুক্ত জালাল মৃধা মুঠোফোনে বলেন, তারা আমাদের ঘর কুপিয়েছে। আমি এখন হাসপাতাল ভর্তি আছি।
তবে তাকে বাউফল হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এটি এম আরিচুল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।