আমাদের বাংলাদেশর গ্রাম অঞ্চলের প্রতিটা পরিবারে কেউ না কেউ প্রবাসে থাকে । প্রবাসের মাটিতে বিদেশীরা অনেক কষ্ট সহ্য করে। প্রবাসীদের দুঃখ কষ্টের চিত্রই যেন ফুটে উঠেছে ‘হায়রে প্রবাস জীবন’ গানটিতে। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেলো ‘হায়রে প্রবাস জীবন’ শিরোনামের এই গানটি।সালাউদ্দিন সাগরের কথায় গানটি গেয়েছেন পলক হাসান সুমন। গানটির মিউজিক করেছেন সম্রাট আহমেদ। এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন জেএস জিসান।চিত্রগ্রহনে ছিলেন জিসান, এস কে সজল, সোহেল খান। ইতোমধ্যে ইউটিউবে বেশ সারা ফেলেছে। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন আনান খান, প্রীতম খান, পলক হাসান সুমন, প্রনমি, দোলন, তমা। ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটি প্রীতম খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
হায়রে প্রবাস জীবন গানটি সম্পর্কে পলক হাসান সুমন আমাদের জানান, এর আগে আমার গাওয়া ইউটিউব এ বেশ অনেকগুলো গান প্রকাশ হয়েছে । অনেকদিন ধরে ভাবছি প্রবাসীদের নিয়ে একটি গান করব। হঠাৎ একদিন মডেল প্রীতম ভাই আমাকে ফোন করে বলল প্রবাসীদের নিয়ে একটি গান করার জন্য তার ইউটিউব চ্যানেলের জন্য। তারপর গানটি রেডি করলাম। অডিওটি কমপ্লিট করার পর সবার কাছে অনেক ভালো লাগলো। প্রীতম ভাই এবং ডিরেক্টর জিসান বেশ সুন্দর একটি গল্প তৈরি করল এই গানটির জন্য। এর আগে আমি কখনো গানে মডেলিং করিনি। প্রীতম ভাইর অনুরোধে আমার এই গানটিতে আমি নিজে মডেল ছিলাম। আমার সাথে মডেল ছিল আনান খান প্রীতম। আর কো-আর্টিস্ট হিসেবে আমার সাথে কাজ করেছে দোলন। প্রথমবার মত অভিনয় করে আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি যারা গানটি দেখবেন তাদের কাছে অনেক ভালো লাগবে। গানটি ইউটিউবে ব্যাপক সাড়া পাচ্ছি এবং টিকটকেও খুব ভালো রেসপন্স আসছে গানটিতে।