জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান। মনেক্কাকে আঙ্গুর ফল বলে বিক্রি করে।
এবং মূল্য তালিকায় মনেক্কার রেইট নাই।
কম দামের মনেক্কা ফল বেশি দামে আঙ্গুর বলে বিক্রির দায়ে পাল বাজারের ফল বিতানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫০০০/- জরিমানা করা হয়েছে।
এছাড়াও একই এলাকায় ফলের মূল্য তালিকা না থাকায় মতিউরের ফল দোকানকে ২,০০০/-জরিমানা করা হয়েছে।
ছায়াবাণীর মোড়ে রেল লাইনের পাশে ফল দোকানগুলোতে মূল্য তালিকা না প্রদর্শন করা, অধিক দামে ফল বিক্রি এবং মনেক্কাকে আঙ্গুর ফল বলে বেশি দামে বিক্রির ঘটনা হাতেনাতে ধরে মামুন ফুডসকে ৫,০০০/- এবং মূল্য তালিকা না থাকায় মান্নান ফল বিতানকে ৫০০০/- জরিমানা করা হয়েছে।
সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানে ১৭,০০০/- জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য: পাল বাজারে মুরগী ব্যবসায়ীগণ মুরগী জবাই করে হাত দিয়ে মুরগীর চামড়া তোলার জন্য ১০/- করে নিচ্ছেন,যা অযৌক্তিক এবং অযাচিত এবং ভোক্তার সাথে স্পষ্টত জুলুম। এ নিয়ে অনেকে অভিযোগ করেছেন।আজ এ বিষয়ে অভিযান চালানো হয়েছে এবং মুরগী ব্যবসায়ীগণ কথা দিয়েছেন যে আজকের পর থেকে এই অযৌক্তিক ১০/- আর নিবেনা।
ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিদপ্তরের এমন কার্যক্রম চলমান থাকবে।