হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি
নাটোরে চলতি মাসের ৯ তারিখ থেকে লিচু ও ১৮ তারিখ থেকে আম সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন কৃষক ও ব্যাপারীরা।
রোববার (৭ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপদ আম, লিচু আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ সংক্রান্ত প্রস্তুতি মূলক সভায় এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে লিচু ও আম নামানোর নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়।
নাটোরে এবছর ১৫ মে থেকে গুটি ও বৈশাখি জাতের আম , ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে ক্ষিরসাপাত, ৫ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে মোহনভোগ, ২০ জুন থেকে হাড়িভাঙ্গা, ফজলি ও আম্রপালি, ৩০ জুন থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি আম-৪, ১৫ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহের সময় নিধার্রণ করা হয়েছে।
অন্যদিকে চলতি মাসের ৯ মে থেকে মুজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের তারিখ প্রকাশ করা হয়।
তবে এর আগে যদি কোনো মালিকের আম বা লিচু পেকে যায়, তাহলে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র (অনুমতি) নিয়ে গাছ থেকে আম/লিচু নামিয়ে বাজারজাত করতে পারবেন।
জেলায়, চলতি বছর জেলায় ৫ হাজার ৭’শ ৪৭ হেক্টর জমি থেকে ৭৯ হাজার ৮’শ ৮৩ টন আম এবং ৯১৬ হেক্টর জমি থেকে ৮হাজার ২০০ টন লিচু উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
সভায় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীসহ কৃষি অফিসার, আম চাষি, লেচু চাষি ও আরতদার’রা।
হাসান আলী সোহেল
নাটোর প্রতিনিধি
মোবাঃ ০১৭৭২৮৬২৫৭৯
তারিখঃ৮-০৫-২৩ খ্রীঃ