বৈশাখ মাসের ধানের গন্ধে
আনন্দে ভরে বুক,
হাসি ভরা কৃষাণের মুখ
দেখে পেলাম ভাই সুখ।
গান গেয়ে ধান কাটছে কৃষক
মুখেতে দিছে পান,
মনানন্দে উচ্চ স্বরে
গেয়ে যায় বাউলা গান।
মাঠে মাঠে ধানের মেলা
দক্ষিণ হাওয়ায় দোলে,
ধান কেটে মাথে নিয়ে যায়
স্নেহের আপন কোলে।
ধান মাড়ানোর শব্দ শুনে
ছুটছে পাড়ার ছেলে,
আনন্দেতে মাতাল সবাই
নানান খেলা খেলে।
তুলেছে ধান ভরছে গোলা
লক্ষ্মীর হাতে ধরি,
ভাবতে ভাবতে দিনের বেলা
পাটে গেলো পড়ি।
সোনার বাংলা উঠলো হেসে
দেখে সোনার ধানে,
হাসি দেখে নর-নারীর
শান্তি পেলাম প্রাণে।