কিশোরগঞ্জে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস- ২০২৩ ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিভিল সার্জনের কার্যালয় হতে একটি র্যালী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে র্যালী-উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় আয়োজিত, সিভিল সার্জনের কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেপুটি সিভিল সার্জন ও দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এস. এম. তারেক আনাম এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাজমুল করিম, সিনিয়র কনসালটেন্ট ডা. অভিজিৎ পন্ডিত, মেডিকেল অফিসারগণ, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাগণ, সিভিল সার্জন অফিসের সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
উল্লেখ যে ১৯৭১ সালের ২ মে মহান মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাহতদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়।