শোষিত শ্রমিক
মোঃআতাউর রহমান সরকার
শ্রমিকের অবদানে সুরভিত পৃথিবী,
শোষকেরা বলে আজ শ্রমিকরা দাস-দাসী!
একবার ভেবে দেখেছ কি? ওহে উদাসী!
শ্রমিকের পরিশ্রমে শোষক বিলাসী।
শোষকের উন্নয়নে শ্রমিক বিশ্বাসী,
সুযোগে শোষক হয় মাংসাশী।
শোষক শিল্পপতি-শোষক সর্বগ্রাসী,
শোষকের শোষণে শ্রমিক অনাবাসী।
শ্রমিকের ঘামে শোষকের মুখে হাসি,
সর্বত্র শোষক হয় উচ্চবিলাসী।
পরিনামে শ্রমিক হয় বস্তিবাসী,
শোষক হয় অট্টালিকার কর্তৃত্ব প্রয়াসী।
থেমে যাও, থেমে যাও, ওহে পিয়াসী,
একবার ভেবে দেখো তুমিও সন্যাসী।
মানবতা ভুলে কেন হও আগ্রাসী,
শ্রমিকের অবদানে জয়ী বিশ্ববাসী।
Exploited workers
Md Ataur Rahman Sarkar
A fragrant world with the contribution of workers,
Exploiters say that today the workers are slaves!
Have you ever thought? Oh sad!
Exploiting exploitation in the labor of the workers.
Workers believe in the development of exploiters,
Opportunity suckers are carnivores.
Exploitative industrialist-exploiter omnivorous,
Workers exploited by exploiters are non-residents.
Smile on the face of the exploiter in the sweat of the workers,
Absorbers everywhere are aristocratic.
As a result, the workers are slum dwellers.
The exploiter is trying to dominate the building.
Stop, stop, oh my gosh!
Just think, you are also a monk.
Forget humanity and be aggressive.
The world has won with the contribution of workers.