লক্ষ্মীপুর প্রতিনিধি:
শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে লক্ষ্মীপুরে মহান মে দিবস পালন করেছে রিক্সা, ব্যাটারী রিক্সা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
সকালে শ্রমিকদের অংশগ্রহণে বণার্ঢ্য র ্যালী অনুঢ্ঠিত হয়। র ্যালীটি জেলার দক্ষিন তেমুহনী থেকে শুরু হয়ে জেলা শহর পদক্ষিন শেষে উত্তর তেমুহনী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত সভায় জেলা ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট মিলন মন্ডল বলেন, যানবাহন শ্রমিকদের হয়রানী বন্ধ করুন। প্রয়োজনে ড্রাইভারদের প্রশিক্ষনের ব্যবস্থা করুন। গাড়ির লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুন। বাজারে হরহামশায় গাড়ি বিক্রি হবে। আর আনরা কিনে রাস্তায় নামালে কথায় কথায় গাড়ি আটক করবেন। সেটা আর চলতে দেওয়া যাবে না। ‘অযথা হয়রানী করবো না, শ্রমিকের রোশানলে পরবো না’। এই হোক মে দিবসের অঙ্গিকার।
তাপস সাহা
লক্ষ্মীপুর
০১.০৫.২০২৩