শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা ১মে আন্তর্জাতিক বিশ্ব শ্রমিক দিবস, সকল শ্রমজীবি শ্রমিকদের শুভেচ্ছা ঃ অভিনন্দন রইলো তাদের প্রতি মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। জীবন উৎসর্গ করেছিলেন। ওই সময় তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা ছিল না। নামমাত্র মজুরিতে তারা মালিকদের ইচ্ছানুযায়ী কাজ করতে বাধ্য হতেন।আজ ১মে দিবস,বিশ্বের সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন। এই দিবসে অধিকার আদায়ের সংগ্রামের শপথ নেওয়ার দিন। সকলকে মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন,১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১মে আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।প্রতিটি প্রতিষ্ঠিত পুরুষের পিছনে,একজন নারীর অবদান,একটি পরিবার ধংসের পিছনেও নারীর,সফলতা,পরহেজগার লক্ষ্মী নারীর সুদর্শন ও ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার কপালে জুটে না।এটা শুধু আমলের উপর নির্ভর করে,বুঝে চলাটাই বুদ্ধিমানের পরিচয়। যে সংসারে বেশি মাথা সেই সব সংসারে বেশি ব্যথা,বুদ্ধিমা স্ত্রীদের সংসারে প্রাধান্য কম থাকে,কারণ জ্বীন শয়তান ও মানুষ শয়তান বলে কথা,এইসব পরিস্থিতি কম বেশ সব পরিবারেই দেখা যায়। তবে তারা দুর্ভাগা,সুখ তো দূরের কথা,শেষ সময়ের পরিনিতি তাদের জীবনে খুবই ভয়ঙ্কর দুঃখজনক।সম্পর্ক ছিন্ন করার পিছনে যারা,তাদের দুনিয়ার আমল ইবাদত গ্রহণযোগ্য তো নয় বটে,মূল্যহীন। সুখী হোক খেটে খাওয়া শ্রমজীবি মানুষ গুলি,মানুষের পরিশ্রম কখনোই বিথা জায়না,প্রতিটি পরিবারের জন্য মঙ্গল কামনা সবসময়ই। ভালো নারী সুখী সমৃদ্ধ সুন্দর হাসি আনন্দের পরিবার। কোনও খারাপ নারীর বুদ্ধিতে সংসার ভাঙ্গা যাবে না,সংসার সুখী হয়,নারীর কারণে। যেখানে ভূল সেখানে হোক সংশোধন। সম্মান করতে শিখুন; পরিশ্রমি নারী ও বুদ্ধিমতি নারীদের।