আগামী ৫ মে দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত শাহরুখ খান অভিনীত বলিউডের চলচ্চিত্র ‘পাঠান’। কিন্তু এই মুহুর্তে পাঠান সিনেমা দেশে মুক্তি দেয়া হলে ক্ষতির মুখে পরবে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার পরিচালক-প্রযোজক এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তাই ‘পাঠান’ মুক্তি পেছাতে আজ রোববার (৩০ এপ্রিল) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঈদে মুক্তি প্রাপ্ত ৮ সিনেমার পরিচালক-প্রযোজক। ইতোমধ্যেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে পাঠান সিনেমা মুক্তির তারিখ পেছাতে আহ্বান জানিয়েছেন প্রযোজক-পরিচালক ও শিল্পীরা । তারা এ মুহূর্তে উপমহাদেশীয় সিনেমার আমদানি পিছিয়ে দিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরাবর আহ্বান জানিয়েছেন। তাদের এমন আহ্বানে প্রদর্শক সমিতির নেতারাও সায় দিয়েছেন। বাংলাদেশে ‘পাঠান’ সিনেমাটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তবে দেশে ইতোমধ্যে ঈদ উপলক্ষে ৮ টি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে রয়েছে, ‘লিডার আমিই বাংলাদেশ’,‘কিল হিম’,‘শত্রু’’ ‘লোকাল’,‘জ্বীন’,‘আদম’,‘পাপ’,‘প্রেম প্রীতির বন্ধন’। সিনেমাগুলো ভাল চলছে বলে জানা যায়।