ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যতে দেশ ও জাতির কর্ণধার
যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
শিক্ষার্থীর মাঝে লুকিয়ে রয়েছে অশেষ সম্ভাবনা ও বিপুল সৃজনী প্রতিভা। ছাত্র- ছাত্রীরাই ভবিষ্যতে দেশ ও জাতির কর্ণধার। তাই তাদের সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিমনা হতে হবে। সন্তানদের নৈতিক সুশিক্ষা মেধা বিকাশের জন্য শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্র-ছাত্রীরা মোবাইলের প্রতি আসক্ত না হয়ে লেখাপড়া, সৃজনশীল কর্মকান্ড ও বেশি বেশি বই পড়তে হবে। গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় রাউজানস্থ কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা, নবীন বরণ, শিক্ষক সংবর্ধনা, পুরস্কার বিতরণ বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান ১৪ নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া। উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী কাঞ্চন দাশ গুপ্ত। শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও শিক্ষিকা মৌসুমী মুৎসুদ্দীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি প্রকাশ সরকার, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য চম্পক মিত্র, বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য হারাধন বোস। সংবর্ধিত হলেন বিদায়ী শিক্ষক কোয়াপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতার জাহান চৌধুরী ও সিনিয়র শিক্ষক সুরজিত সেন গুপ্ত। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ডাক্তার রাজু দে, মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ডাক্তার প্রণব দাশ গুপ্ত, হাজী বাদশা মাবিয়া কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শহীদুল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, পূর্ব দেওয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দিন, কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলিকা সেনগুপ্তা, অভিভাবক সদস্য আবু তালেব, মোহাম্মদ মোতালেব, সিনিয়র শিক্ষিকা রুমকি চৌধুরী, শিক্ষিকা কাবেরী চক্রবর্তী। জসীম উদ্দীন অভি, অংকুর বড়ুয়া, রবিউল ইসলাম রবিন, তাজিন মাবুদ ইমন, শান্ত কুমার নাথ, শফিউল গনি, মোহাম্মদ শাহেদ প্রমূখ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রুমকি চৌধুরী ও শিক্ষিকা কাবেরী চক্রবর্তী সংগীত পরিবেশন করেন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।