সোমবার, ২০ মে ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ইজারা ছাড়াই সড়কে টোল আদায়, বন্ধ করলো পুলিশ

মো শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি / ১৮২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ

মো শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে ইজারা ছাড়াই সড়কে টোলের নামে চাঁদা আদায় বন্ধ করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে চাঁদা তোলার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক চাঁদাবাজ সোহেল রাজ রানা (ন্যাংড়া সোহেল) সাভারের বাসিন্দা। যদিও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি যোগাযোগ নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে ওই চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পৌরসভা থেকে কুলিবিটের ইজারা দেওয়া হয়েছে। কিন্তু চাঁদাবাজরা সেটির নাম করে সড়কের রিকশা ও আশপাশের দোকান থেকে চাঁদা আদায় করছিল। ব্যবসায়ীরা পৌরসভায় খোঁজ নিলে জানতে পারেন ওই চাঁদা আদায় অবৈধ। বৃহস্পতিবার তারা আবারও চাঁদা তুলতে এলে ব্যবসায়ীরা তাতে বাধা দিয়ে ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ ওই চাঁদাবাজকে আটক করে।

৯৯৯-এ ফোন করা মাছ ব্যবসায়ী বিপ্লব রাজবংশী বলেন, বলেন, আমি আব্দুল্লাহ কাঁচা বাজারে মাছ বিক্রি করি। এখানেই সোহেল চাঁদা নিতে আসে। তাকে জিজ্ঞেস করি কিসের চাঁদা। সে বলে তারা নিলামে নিয়েছে পৌরসভার। আমরা মেয়রকে জিজ্ঞেস করলে তিনি জানান এটি কুলিবিটের নিলাম। আমাদের না। তাও যখন আসছে বলছি নিলাম হয়ে থাকলে রসিদ দিতে। তাও সে দিতে পারেনি। আর এখানে হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছিল। আগেও একটা অভিযোগ দিয়েছিলাম। বৃহস্পতিবার এসে সে ধমকাধমকি করে। উপায় না পেয়ে আমি ৯৯৯-এ কল দেই। পুলিশ এসে তাকে আটক করে। এরপরপুলিশ দুই পক্ষের সঙ্গেই কথা বলে ও আগামী ২ মে সবাইকে নিয়ে বসার তারিখ দেয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, আটক করিনি। চাঁদা তোলা হচ্ছে খবরটি ৯৯৯-এ পাই। ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাই। ও (সোহেল) বললো এটা পৌরসভার। পরে আমি আমার উর্ধ্বতন কর্মকতাকে জানাই। তিনি বিষয়টি নিয়ে ২মে বসার ডেট দেন। কার কি কাগজপত্র আছে তা দেখা হবে সেদিন। যদি নিলাম থেকে থাকে তাহলে তো এটা অবৈধ নয়। আর যদি কাগজপত্র না থাকে ও ব্যবসায়ীরা মামলা করতে চায় সেটি নেওয়া হবে।

তিনি আরও বলেন, আপাতত প্রাথমিক সমাধান করা হয়েছে। ২ তারিখ পর্যন্ত কোনো ধরনের চাঁদা নেওয়া বা দেওয়া হবে না।

এর আগে আসামী রুবেল মন্ডল জানান, তারা আব্দুল আলীম সোহাগ (সুলতান) এর পক্ষে টাকা উত্তোলন করছেন। সুলতান পৌরসভা থেকে কুলিস্ট্যান্ডের নামে দরপত্র পেয়েছিলেন। তার কাছ থেকেই সড়কের দায়িত্ব নেওয়ার কথা জানান রুবেল। বিষয়টি নিয়ে জানতে সোহাগের ব্যক্তিগত নম্বরে কল দেওয়া হয় ও মেসেজ পাঠানো হয়। তবে তিনি কোনোটিরই সাড়া দেননি।

এদিকে সড়কটিতে এ টোল আদায় অবৈধ বলে জানা গেছে। গত ৩০ জানুয়ারি জেলা প্রশাসক ও ৮ ফেব্রুয়ারি সাভার পৌরসভার মেয়রের সাক্ষরিত পৃথক নির্দেশে বলা হয়, টার্মিনাল ছাড়া অন্য সকল সড়ক মহাসড়কে চাঁদা/টোল আদায় অবৈধ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!