ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার নির্দেশে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের “মিট দ্যা প্রেস” কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
২৭ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীনগর উপজেলার ডাক বাংলা মার্কেটের ২য় তলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, জহিরুল হক নিশাদ শিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ও ইন্জিনিয়ার সূব্রত সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফাহিম জাহাঙ্গীর আলম, আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি লিটন,শাহিন,আরিফুল ইসলাম রাব্বি,মোঃসুরুজ, রিয়াদ হোসেন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ নীরব ইসলাম (নবেল) সহ শ্রীনগর উপজেলা ১৪ই ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
উপস্থিত সেচ্ছাসেকলীগ নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধান কাটা কর্মসূচি বাস্তবায়নে সকলে ঐক্যমতে পৌঁছান। আগামী এপ্রিল রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় শ্যামসিদ্ধি ইউনিয়নের আড়িয়াল বিল অংশে কৃষকদের ধান কেটে সহযোগিতা কর্মসচিব কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহিত হয়।