ছাগলনাইয়া বিশিষ্ট্য ব্যবসায়ী আজিজিয়া ওয়াচ হাউজের স্বত্বাধিকারী আজিজুল হক ভূঁইয়া ও তার সহধর্মিনী মর্জিনা আক্তারের নামে মর্জিনা আজিজ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে কোরআনে হাফেজদেরকে সংবর্ধনা দেওয়া হয়। ২৩ এপ্রিল রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় পৌরসভার ৪ নং ওয়ার্ড উত্তর পানুয়া ভূইয়া বাড়ির আজিজ মঞ্জিলে মোঃ আজিজুল হক ভূঁইয়ার পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ লুৎফল হক ভূঁইয়া, মাহফুজুর রহমান ভূঁইয়া, ক্বারী সৈয়দ অলি উল্লাহ, ফজলুল হক ভূঁইয়া, মুফতি সৈয়দ আব্দুল কাইয়ুম কাওসার সহ প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন শাহজান ভূঁইয়া ,হাফেজ নাজমুল হক ভূঁইয়া। সংবর্ধিত অতিথিরা হলেন মাওলানা সৈয়দ খালেক মাহমুদ, হাফেজ হক নেওয়াজ, হাফেজ সৈয়দ শাকির উল্লাহ, হাফেজ সৈয়দ এনায়েত উল্লাহ, হাফেজ সৈয়দ রিদওয়ান, হাফেজ এহসানুল হক ভূঁইয়া সিয়াম, হাফেজ জুনায়েদ ভূঁইয়া, হাফেজ জুবায়ের ভূঁইয়া, হাফেজ মাসউদ ভূঁইয়া, হাফেজ খালেদ ভূঁইয়া, হাফেজ সাইফুল ইসলাম খোন্দকার, মুফতী নোমান ও মুফতী লোকমান সহ বিভিন্ন বিভাগের মোট ১৮ জন কুরআনে হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়।
উদ্যোক্তা লুৎফল হক ভূঁইয়া তার শুভেচ্ছা বক্তব্যে মর্জিনা আজিজ ফাউন্ডেশনের লক্ষ্য ও আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন এবং বলেন, “আমরা প্রথম বছর পারিবারিক সদস্যদের মাঝে যারা কুরআনে হাফেজ হয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আমাদের ফাউন্ডেশন এর কার্যক্রম শুরু করলাম। আগামীতে এ কার্যক্রম পর্যায়ক্রমে সামাজিক কার্যক্রমের মাধ্যমে ধাপে ধাপে বৃদ্ধি করা হবে এবং সহযোগিতা প্রদান করা হবে। তিনি আরো বলেন, উক্ত ফাউন্ডেশন ওয়ার্ড ও থানা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হবে ইনশাআল্লাহ”। এসময় তিনি উপস্থিত সকলের সার্বিক দোয়া ও পরামর্শ চেয়েছেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।