শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

‘কিল হিম’ সিনেমার অনুষ্ঠানে বিশৃঙ্খলাকারী কে এই ছেলে?

বিনোদন প্রতিবেদক / ১৬০ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ২:২০ অপরাহ্ণ

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো মধ্যে আছে অনন্ত জলিল-বর্ষার ‘কিল হিম’ আর শাকিব খান-বুবলীর ‘লিডার আমিই বাংলাদেশ’। দুটি সিনেমা ঘিরেই দর্শকদের বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে। তবে এর মধ্যেই কথা উঠেছে, সিনেমার শো হাউজফুল দেখাতে, লোক ভাড়া করেছেন অনন্ত জলিল। গেল রোববার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রদর্শিত এই শোতে ভাড়া করা লোকদের হাতে নাকি বেশ ক’জন নারী গণমাধ্যমকর্মী হেনস্তার শিকার হয়েছে! এ নিয়ে চলচ্চিত্রপাড়া এখন বেশ উত্তাল।

এবার এই বিশৃঙ্খলাকারীকে খুঁজে বের করেছেন ‘কিল হিম’র প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। তার দাবী, ওদিনের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনাটি পুরো পরিকল্পিত। আর তা ঘটিয়েছে শাকিব খানের ভক্তরা! তার কথার সঙ্গে একমত পোষণ করেছেন অনন্ত জলিলও।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা খুঁজে পেয়েছি, কারা ওইদিন অনুষ্ঠানে ঝামেলা করেছে আর এর পেছনে কারা কারা জড়িত। ওদিনের সুন্দর একটি আয়োজন নষ্ট করেছে, শাকিবের এক ভক্ত। আর এটি করা হয়েছে, অনন্ত জলিল ও আমাদের সুনাম নষ্ট করার জন্য। সিনেমাটি ভালো যাচ্ছে, এটা তারা চায় না। যে ছেলেটি পুরো ঘটনা ঘটিয়েছে, সে নারায়ণগঞ্জ থাকে।

প্রযোজকের কথায়, ‘ছেলেটি আমাদের সামনে এসে বলে, “ভাই আমি এক সময় শাকিব খানের ভক্ত ছিলাম। কিন্তু এখন আর নেই। আপনাদের ছবি দেখে ভালো লাগছে।” ওর মুখে এসব শুনে আমি বলি, তুমি কি বাংলা সিনেমার ভক্ত। তখন ও উত্তর দেয়, “হ্যাঁ”। বললাম, বাংলা ছবির সঙ্গেই থাকবে। সবার ছবি দেখবে। এরপর সে আমাদের সামনে থেকে চলে যায়। কিছুক্ষণ পরই শুনি হট্টোগোল লেগে গেছে। তারপর যা হয়েছে তা তো সবাই জানেন।

ইকবালের সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনন্ত জলিল বলেন, ‘একটি ছবিতে দেখলাম, ওই ছেলেটা শাকিবে সিনেমার পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে। আবার ওদিন আমাদের সামনে এসে বলল, শাকিবের ছবি দেখি না। এর মানে কি? আমাদের অনুষ্ঠানে কি এর আগে এমন ঘটনা দেখছেন? ওদিনের ঘটনা পুরো পরিকল্পিত। এ বিষয়টি নিয়ে ইকবাল ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। ওদিনের পুরো ঘটনাটি শাকিবের ভক্তরাই ঘটিয়েছি।’

লোক ভাড়া করার বিষয়ে এই চিত্রনায়ক বলেন, ‘এটি হাস্যকর কথা। করোনার সময় আপনারা দেখেছেন, মানুষকে কাজে (অফিসে) রাখা যায়নি। প্রাণ ভয়ে তারা অফিস করাই বন্ধ করে দিয়েছে। আর আমাদের গার্মেন্টস খুলবে ২৮ তারিখ। শুধু আমাদের নয়, ঢাকার বেশির ভাগ গার্মেন্টসই খুলবে ২৬-২৭ তারিখে। আর মানুষের তো খেয়েদেয়ে কাজ নেই যে, বললেই চলে আসবে। লোক ভাড়ার বিষয়টি নিয়ে আমার কোনো কথা নেই, এটি হাস্যকর। আমার কথা ওদিন এমন বিশৃঙ্খলা তারা কেন করল? এটি করা কি তাদের ঠিক হয়েছে?

সবাইকে বাংলা সিনেমা দেখার আহ্বান জানিয়ে অনন্ত বলেন, ‘দেশের চলচ্চিত্রকে বাঁচাতে হলে এসব নোংরা চিন্তা-ভাবনা বদলাতে হবে। আমি তো সবাইকে বলি, বাংলা সিনেমা দেখার। শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম,আদর আজাদসহ সকল নায়কদের সিনেমা দেখতে আমি আমার ভক্তদের বলে থাকি। দেশের চলচ্চিত্রের কথা ভাবলে, সবাইকে এসব নোংরা মনমানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তবেই বাংলা সিনেমার জয় হবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!