এক মাস সিয়াম সাধনার পর মধ্যপ্রাচ্যে পালিত হলো ঈদুল ফিতর।
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীরা দিনভর উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন।
বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব সুনিকের আমন্ত্রণে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুবাইয়ের নিজ বাসভবনে ঈদ উৎসবে মেতে ওঠেন সাংবাদিক কমিউনিটি, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশী গুণিজনরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সভাপতি ও এসএ টিভির আমিরাত প্রতিনিধি মোঃ সিরাজুল হক, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি শিবলী আল সাদিক, রিপোর্টার্স ইউনিটি ইউএই’র উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক মো. আবদুল আলীম সাইফুল, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান সোহেল, প্রচার সম্পাদক সাগর দেবনাথ,
তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার, আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ, দৈনিক বাংলার অধিকারের সম্পাদক ও বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সদস্য সাগর চন্দ্র স্বপন , প্রবাসের সময়ের সম্পাদক মাদ্রাজী মুন্না, মো. রাসেল আহম্মেদ, মোঃ রেদোয়ান, সানজিদা আশিক, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, কার্যনির্বাহী সদস্য এসএম সাফায়েত, সদস্য মামুন মাহী, ইয়াসির আরাফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন দুবাই জনতা ব্যাংক শাখার ম্যানেজার, ট্রাভেল এন্ড ট্যুরিজম সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।