ঈদ শুভেচ্ছার স্রিতৃ যেন এক একটা মানুষে মনের ক্যালেন্ডার হয়ে থাকে সকলের জীবনে, বিশেষ বৃদ্ধি লক্ষ্য করে জানিয়েছেন দৈনিক একুশের কন্ঠের পক্ষ তেকে একুশের কন্ঠের সকল প্রতিনিধি ও দেশ এবং দেশের বাহিরে ও সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কে প্রবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন মুসাহিদ- সে ব্রাহ্মণবাড়িয়া জেলা,নাসিরনগর উপজেলা,ধরমন্ডল ইউনিয়নের একটি দর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন,
মোশারফ হোসেন মুসাহিদ বলেন ইসলামী ক্যালেন্ডার (হিজরি) অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস। আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ঈদ, এক মাস (রমজান) পালনের পর আসে মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব খুশির ঈদ,
ঈদ উল-ফিতর এই উৎসব ‘মিঠি ইদ’ নামেও পরিচিত।
ইসলামী বিশ্বাস অনুসারে, যারা সৎ উদ্দেশ্য প্রার্থনা এবং উপবাস করেন, সৃষ্টিকর্তা তার ভক্তদের অতীতের পাপকে ক্ষমা করেন। দিনটি পবিত্র নবী কারিম হযরত মোহাম্মদ (সাঃ) যেদিন পবিত্র কোরানের প্রথম প্রকাশনা হিসাবে চিহ্নিত দেয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে, রমজান মাস কখনো ২৯ দিন তো কখনো ৩০ দিনে হয়। এরপর চাঁদ দেখে পালন হয় খুশির ঈদ।
গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে ঈদ উল-ফিতরের কোনও নির্দিষ্ট দিন নেই। দশম মাসের আগে আকাশে চাঁদ দেখা যাওয়ার পরেই ঈদ পালিত হয়। সুতরাং, রমজানের শেষ দিনে চাঁদ দেখার পরের দিন খুশির ঈদ পালন হয়। শাওয়ালের চাঁদটি সৌদি আরবে প্রথম দেখা যায়। আর সে অনুযায়ী অন্যান্য দেশে ঈদ পালনের তারিখটি নিশ্চিত হয়। এই বছর, ভারতে রমজান শুরু হয়েছিল ২৪ মার্চ, শুক্রবার থেকে। তাই মনে করা হচ্ছে ইদ উল-ফিতর পড়বে ২২ অথবা ২৩ এপ্রিল।