পটুয়াখালী বদরপুর দরবার শরীফ, পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ও কেওয়াবুলিয়া, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২১.০৪.২৩ইং তারিখ রোজ শুক্রবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার পটুয়াখালী বদরপুর দরবার শরীফ , কেওয়াবুলিয়া ও বাউফলের ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ।
নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি তালুকদার বাড়ি, মদনপুরা রুস্তম আলী মৃধা বাড়ি, চন্দ্রপাড়া বড় হাওলাদার বাড়ি, কনকদিয়া খান বাড়ি, বীরপাশা সরদি কাশেম খলিফা বাড়ি, বালিয়া, চাঁদ্রপাল , শাপলাখালী, ধাউড়াভাঙ্গা, রাজনগর, শাপলাখালী তালুকদার বাড়ি, দ্বিপাশা লতিফ হাওলাদার বাড়ি, পশ্চিম দ্বিপাশা হাওলাদার বাড়ি, কায়না নছর উদ্দিন মোল্লা বাড়ি ও সাবুপুরা আলাউদ্দিন মৃধা বাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
শাহ্ মমতাজিয়া দরবার ও কনষ্টেবল পীরের অনুসারী বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের শাহজাহান মুন্সি বলেন, পটুয়াখালী জেলার বদরপুরে দরবার শরীফ ১ টি , কেয়াবনিয়া ১ টি ও বাউফলে ১৫টি পটুয়াখালী জেলার এই দরবার শরীফসহ এই ১৭ টি জামে মসেিজেদে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। এছাড়া পটুয়াখালী জেলার আরো কিছু কিছু জায়গায় ঈদ উদযাপন হয়েছে।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।