নাটোরের বাগাতিপাড়ায় ঘন ঘন বৈদ্যুতিক লোডশেডিং ও তাপদাহের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
এছাড়া গবাদি পশু ও পাখির প্রাণনাশের আশংকা দেখা দিয়েছে।অন্যদিকে কম বৃষ্টি হওয়ায় এবং প্রচন্ড খোরার কারণে দেখা দিয়েছে তাপদাহ। ফলে গরমে অসুস্থ হয়ে পড়ছে কমলমতি শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ।
বৈদ্যুতিক লোডশেডিং ও তাপদাহের ভ্যপসা গরমের কারণে শিক্ষার্থীরা বাড়ীতে লেখা ও পড়ায় অমনোযাগী হয়ে পড়ছে।এছাড়া বিভিন্ন বয়সের মানুষের শরীরের ঘাম ঝরে পানি শূনত্যা দেখা দিয়েছে।ফলে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা।মতামত,চা বিক্রেতা আজিজুল ও রহমান বলেন,গরমে খুবই কষ্ট হচ্ছে।
এছাড়া অটো ভ্যান চালক শফিকুল ইসলাম বলেন,ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার কারণে ভ্যানের ব্যাটারির চার্জ দিতে চরম সমস্যা হচ্ছে।এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাগাতিপাড়া অফিসের এজি,এম মনজুর রহমান বলেন,চাহিদা অনুযায়ী জাতীয় গ্রেড থেকে কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।