প্রান্তিক শ্রমজীবী নারীদের শিষ্টাচার, নৈতিক শিক্ষার চর্চা ও সমাজিক অবক্ষয় দূরীকরণের অঙ্গীকার নিয়ে দুবাই বাংলাদেশ কনস্যুলেট লেডিস ক্লাব কাজ করে যাচ্ছে। সম্প্রতি আমিরাতের শারজাহস্থ রোলার একটি হোটেলে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশী খেটে খাওয়া নারীদের উপস্থিতিতে লেডিস ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেট এ বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের নারীদের পাশে থেকে বাংলাদেশ কনস্যুলেট লেডিস ক্লাব কাজ করে যাবে- এমন আশাবাদ ব্যক্ত করে ক্লাবের সভাপতি আবিদা হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ প্রান্তিক নারীরা মানুষের বাসাবাড়ি, স্কুল-কলেজ ও বিভিন্ন কোম্পানিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
ন্যুনতম শিক্ষা না থাকার কারণে এই নারীরা তাদের শ্রমের মূল্য ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রতারিত হয়ে দেশে ফেরত যাচ্ছেন। এই কর্মজীবী নারীদের মোটিভেশনাল ট্রনিংয়ের পাশাপাশি তাদের সামাজিক অবস্থান ও সচেতন করে গড়ে তুলতে লেডিস ক্লাব নারীদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।