কিশোরগঞ্জের কুলিয়ারচরে সম্প্রীতি স্মরণিকা মোড়ক উন্মোচন ও দুই শত হতদরিদ্র নারী পুরুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) উপজেলার ডুমরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন, কুলিয়ারচর উপজেলা প্রবাসী সম্প্রীতি ফোরামের প্রধান উপদেষ্টা মো. এমরান মিয়া। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর নির্বাহী পরিচালক আবু মুছা।
কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম সালুয়া ইউনিয়ন শাখা আয়োজিত সম্প্রীতি স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের উপদেষ্টা ও সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. জিল্লুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ হিল বাতেন ও সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রীতি স্মরণিকা মোড়ক উন্মোচন শেষে সংগঠনের পক্ষ থেকে প্রতি জনকে ৫০০ টাকা করে মোট দুই শত জন নারী পুরুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দদের ক্রেষ্ট ও উপহার দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালানায় ছিলেন সালুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু তালেব সরকার।