ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে নানার ধরনের অনিয়ম ও অন্যায় তুলে ধরে সংবাদ সম্মেলন করছেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল এহছান মাহির।
আজ (১৫এপ্রিল) শনিবার ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে উপস্থিত সকল সাংবাদিকের সামনে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকার নানা ধরনের দুর্নীতি ও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল এহছান মাহির কে অবৈধভাবে বহিষ্কারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মাইনুল এহছান মাহির দাবি করেন- কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকার নানা সময়ের দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করায় গত ১৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখে ইভটিজিং এর মিথ্যা অপবাদ দিয়ে তাকে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।
সাংবাদিক সম্মেলনে মাহির তার বিরুদ্ধে আনীত মিথ্যা ইভটিজিং এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তিনি ঐষিকা সহ যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই বিষয়ে শেখ মজিব কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরুল হাসান জীব বলেন, এই সংবাদ সম্মেলন করলে কি সত্যে ঘটনা মিথ্যা হয়ে যাবে, কারন মাইনুল এহছান মাহির বিরুদ্ধে সব অভিযোগের প্রমান রয়েছে, তিনি একজন সিনিয়র মেডিকেল ছাত্র হয়ে জুনিয়র ছাত্রীকে ইভটিজিং করেছে। আর এই বিষয়ে মেডিকেল কলেজের সকল ছাত্র ছাত্রী নিন্দা জানায় এবং সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।