বাগাতিপাড়া সদর ইউনিয়নের নুরপুর মালঞ্চি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে দুটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
আজ শুক্রবার দুপুর ৩ টার দিকে নুরপুর মালঞ্চি শফিকুল ইসলাম এর বাড়িতে রান্না ঘরের আগুনে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পরে। গ্রামবাসী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়,অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
শফিকুল জানায়,তার মাথা গোঁজার ঠাঁই সহ তিনটা গরু এবং অর্থ সবকিছু পুড়ে গেছে,স্থানীয় জেলা প্রশাসনের কাছে সহযোগিতা পেলে আবারও মাথা গোঁজার ঠাঁই পাবো।