পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আনোয়ার জাহিদ(৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। ১৪.০৪.২৩ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের কারখানা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ওই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আনোয়ার নিজ বাড়ি থেকে বগা বন্দর বাজারে যাচ্ছিলেন। কারখানা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে ওৎ পেতে থাকা সন্ত্রাসী রজ্জব হাওলাদার(২৩), রিমন হাওলাদার(১৯), অসিম হাওলাদার(৩০), মাহফুজ হাওলাদার(২০) ও মো. সোহেলসহ(৩৮) ৭/৮জনের একটি দল অতির্কেতে আনোয়ারের উপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় বাউফল থানায় ওই দিন রাতে আনোয়ার জাহিদ নিজে বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, তার ঠোঁটের বাম পাশের অংশ কেটে গেছে। উপরের অংশে ৬টি সেলাই এবং একই ক্ষতের ভিতরের অংশে ৪টি সেলাই লেগেছে।
এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।
এব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম আরিচুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।