র্যাব-০৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা এলাকা হতে ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-৮ বরিশাল ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল (১৩ এপ্রিল)২৩ইং তারিখে র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার ফেরীঘাট এলাকা দিয়ে মোঃ সোহরব মন্ডল হিরো (২৬) মাদকের চালান মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে বেলা ১১.৪৫ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, অভিযানে আসামী মোঃ সোহরব মন্ডল হিরো (২৬), পিতা- মোঃ রুস্তম মন্ডল, সাং-অনন্তপুর (রামনাথপুর), থানা-মহেশপুর জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করেছে এবং উক্ত আসামির কাছ থেকে ২০৪ বোতল ফেনসিডিল, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল, ৩টি সিম এবং মাদক বিক্রিত ২৫০০ টাকা উদ্ধার করেছে।
আসামী পেশাদার একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ঢাকা এলাকায় বিক্রি করে চলছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান।