রোববার রাতে ঢাকার সাভারের রাজাসন ডেল্টার মোড় এলাকায় অটোরিক্সা ছিনতাইকালে হাতেনাতে ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ফরিদপুর জেলার চরভদ্রসন থানার মধ্যপাড়া এলাকার শেখ মান্নানের ছেলে লিটন মিয়া(২২) ও রংপুর জেলার গঙ্গাচড়া থানার আমজাদ হোসেনের ছেলে মো. ফজলু(২৯)।
সাভার মডেল থানা পুলিশ জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১০ টায় সাভারের রাজাশন ডেল্টার মোর এলাকা থেকে মো: রাজিব নামে এক চালককে ভয়ভীতি দেখিয়ে মারধর করে জোরপূর্বক অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিল চার ছিনতাইকারি। তারা হচ্ছে, লিটন মিয়া, মো. ফজলু , মামুন মোল্লা(২৬), ও মামুন (২৮)। এরা সবাই অটোরিকশা ছিনতাইকারী চক্রের পেশাদার সদস্য।
ওই অটোরিকসা চালককে পথচারীরা উদ্ধার করে জাতীয় জরুরী পরিষেবা “৯৯৯” এ পুলিশের সহযোগিতা চায়। পরে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে হাতেনাতে লিটন মিয়া ও মো. ফজলু নামের অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় মামুন মোল্লা(২৬), ও মামুন(২৮) পালিয়ে গেছে।
পুলিশ আরও জানায়, এই ছিনতাইকারী চক্রটি দিনে বাসায় ঘুমিয়ে থাকে আর রাত হলে মহাসড়ক ও শাখা সড়কগুলোতে ছিনতাইয়ে নামে। এই চক্রের বাকি দুই সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া বলেন, জাতীয় জরুরী পরিষেবা ৯৯৯ এ ভুক্তভোগী রাজিব নামে এক অটোরিকশা চালকের অভিযোগের প্রেক্ষিতে ওসি স্যারের নির্দেশে এএসআই হাসান আলী সহ সঙ্গীও ফোর্স তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।