মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩প্রতিষ্ঠান কে জরিমানা
মুন্সীগঞ্জ সদরের ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ৫ এপ্রিল বুধবার বেলা ১১ টা্র দিকে মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আব্দুস সালাম।মোট ৩টি প্রতিষ্ঠানকে ছাব্বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জ শহরের বাজার অধীনস্ত নাহার করপোরেশন কে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় চার হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মুক্তারপুর লাকী এন্টারপ্রাইজ কে একই অপরাধে বিশ হাজার টাকা জরিমানা করা হয় ও সদর হাসপাতাল রোড এলাকায় সিলিন্ডারের দাম বেশী রাখার অপরাধে নুসরাত মটরস কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষি বিপনন কর্মকর্তা এবিএম মিজানুল হক , মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসারে একটি টিম অভিযানে সহযোগিতা করে।