সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

মীরসরাইয়ে ফিড কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

কমল পাটোয়ারী বাচ্চু, মিরসরাই প্রতিনিধি / ১১৪ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ

মীরসরাইয়ে অধিকাংশ মিল কারখানায় নেই সেন্ট্রাল অগ্নিনির্বাপক ব্যবস্থা।

গত ৪ মার্চ পাশ্ববর্তী উপজেলা সীতাকুন্ডের কদুম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের পর মীরসরাইয়ের কারখানা গুলোর অগ্নি নির্বাপক ব্যবস্থা তদারকি করছে স্থানীয় উপজেলা প্রশাসন।রবিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকাল অবধি উপজেলার একাধিক কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন প্যারাগন গ্রুপ এর প্রতিষ্ঠান চিটাগাং ফিড মিলকে ২ লাখ টাকা জরিমানা এবং আগামী দুই মাসের মধ্যে ফায়ার সার্ভিস অধিদপ্তর কর্তৃক প্রেরিত সেন্ট্রাল অগ্নি নির্বাপক ব্যবস্থার সকল শর্তাবলী পূরণের নির্দেশ দেন।এরপর বেলা দেড়টার নাগাদ উপজেলার ডাকঘর এলাকার বিদেশি মালিকানাধীন কোম্পানী সিপি গ্রুপের বৃহৎ ফিড মিলে অভিযান চালানো হয়। এসময় কোম্পানীটির কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপক সিলিন্ডার, ওয়াটার রিজার্ভার, ওয়াটার পাম্প, হোস পাইপ ও আনুষঙ্গিক উপকরণ, রিল এন্ড ক্যাবিনেট, ভাল্ব ও রাইসার, আগুন হাইড্র্যোন্ট ও সাইরেন ব্যবস্থা মজুদ থাকায় উপজেলা প্রশাসন তাদের গিফ্ট হ্যান্ডপার প্রদান করে ধন্যবাদ জানায়। তবে কোম্পানীটি এখনো অগ্নি নির্বাপক ব্যবস্থা স্থাপনের জন্যে সরকারের ফায়ার সার্ভিস অধিদপ্তরে দাপ্তরিকভাবে আবেদন না করায় তাদেরও তিন মাস সময় বেধে দেয় ভ্রাম্যমান আদালত।বেলা সাড়ে ৩টার দিকে অভিযান চালানো হয় উপজেলার মাস্তান নগর এলাকায় অবস্থিত নাহার এ্যাগ্রো গ্রুপ এর প্রতিষ্ঠান নাহার ফিড মিলে। সেখানে পরিপাটি অফিস আর ফিড উৎপাদনের বিশাল কর্মযজ্ঞ চোখে পড়লেও কোথাও মেলেনি আগুন থেকে শ্রমিক ও মিল সুরক্ষার জন্যে অগ্নি নির্বাপক ব্যবস্থা। নেই ওয়াটার রিজার্ভার, ওয়াটার পাম্প, হোস পাইপ ও আনুষঙ্গিক উপকরণ, রিল এন্ড ক্যাবিনেট, ভাল্ব ও রাইসার, আগুন হাইড্র্যোন্ট ও সাইরেন। মিলের কয়েকটি ফ্লোরে মিলেছে কয়েকটি অগ্নিনির্বাপক সিলিন্ডার। এসময় ভ্রাম্যমান আদালত নাহার ফিড মিল কর্তৃক্ষকে তিন মাস সময় বেধে দিয়ে লিখিত অঙ্গিকারনামা নেয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক প্যারাগন গ্রুপের প্রতিষ্ঠান চিটাগাং ফিড মিল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী দুই মাস সময়ের মধ্যে ফায়ার সেফটির জন্যে প্রযোজ্য সকল শর্তাবলী পূরণের অঙ্গীকারনামায় তাদের স্বাক্ষর নেয়া হয়েছে।তিনি আরো জানান, বিদেশি মালিকানাধীন কোম্পানী সিপি গ্রুপের প্রতিষ্ঠান সিপি ফিড মিল কারখানায় ভালো মানের অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে বলে আমরা প্রত্যক্ষ করেছি। তবে তারা ফায়ার সার্ভিস অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে দাপ্তরিক আবেদন না করায় তাদেরও অঙ্গিকার নামায় স্বাক্ষর নিয়ে তিন মাস সময় দেয়া হয়েছে। মাস্তান নগর এলাকার নাহার ফিড মিলে কোনরকম অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। তাদেরও সতর্ক করে তিন মাস সময় বেধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।ভ্রাম্যমান আদালতের অভিযানে অন্যান্যদের মধ্যে অংশ নেন, মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মীরসরাইয়ের পরিদর্শক মো. হারুন ও স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি প্রমুখ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!