সোমবার, ২০ মে ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় বক্তব্য: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

এস ডি স্বপন বিশেষ প্রতিনিধি / ৯২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ

আজ শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, প্রথম আলো অনলাইনের প্রতিবেদনের মাধ্যমে একটি মহলের ঘোলা পানিতে মাছ শিকারের অ্যাজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালানো হয়েছে। আজ শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির এক যৌথ সভায় তিনি এ দাবি করেন।

ওবায়দুল কাদের দাবি করে বলেন, ‘প্রথম আলোর সংবাদটির যে ভাষা, এক দিনমজুরের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে, এটি সাধারণ কোনো দিনমজুরের বক্তব্য নাকি প্রথম আলোর দেওয়া বয়ান, সেটিও ভাববার সময় এসেছে।’

ওবায়দুল কাদের আরও দাবি করেন, প্রথম আলো একটি বিশেষ মহলের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে ‘কুৎসামূলক’ সংবাদ পরিবেশন করে।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা দিবসের দিন বিশ্বের প্রতিটি দেশের গণমাধ্যম ওই দেশকে নিয়ে উদ্দীপনামূলক, অনুপ্রেরণামূলক বাণী দিয়ে নতুনভাবে দেশকে ভালোবাসার উৎসাহ জোগায়। তবে তাঁর দাবি, ‘প্রথম আলো তার নিজস্ব ও তার প্রভুদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য জাতির সামনে মিথ্যা সংবাদ পরিবেশন করে তরুণ সমাজের মনে হতাশা-ক্ষোভ সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অপচেষ্টা করে।’

২৬ মার্চ জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে প্রথম ওই প্রতিবেদন ও ফেসবুকে একটি ‘ফটো কার্ড’ তৈরি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে বলছে, এটা তাদের (প্রথম আলোর) ভুল। আমি তাদের উদ্দেশে বলতে চাই—স্বাধীনতা দিবসের দিনে বাঙালি জাতির ৫২ বছরের অর্জন ও মর্যাদা নিয়ে তামাশা করা সাধারণ কোনো ভুল নয়।’
২৬ মার্চ প্রথম আলো অনলাইনের এক প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘ফটো কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ছবি ছিল একটি শিশুর। পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় অসংগতিটি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি সংশোধন দিয়ে বিষয়টি জানিয়ে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর। বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।

গত ২৬ মার্চ প্রথম আলো ফেসবুকের ওই পোস্টকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ক্ষমতাসীন দলের একাধিক মন্ত্রী ও নেতা প্রথম আলোর সমালোচনা করে আসছেন। একই সঙ্গে দলটির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনগুলো কর্মসূচি পালন করছে। এরই মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি হয়। মামলা দুটির মধ্যে প্রথমটির বাদী ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মো. কিবরিয়া। অপরটির বাদী আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক), যিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানকে তেজগাঁও থানার মামলা নয়, রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!