জামালপুরের বকশীগঞ্জে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের মাঝে সোমবার (২৭ মার্চ) বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা পাট অধিপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পাট বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান সহ পাট চাষীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পাট অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার ৭ টি ইউনিয়নের ৩ হাজার পাট চাষীকে এক কেজি করে পাট বীজ বিতরণ করা হবে।