বাংলাদেশ ছাত্রলীগ দেশের অন্যতম একটি সংগঠন, দেশের যে কোন প্রয়োজনে সবার আগে নিজেরদের কে নিয়োজিত রেখে কাজ করে থাকেন।জাতির জনক বঙ্গবন্ধর আদর্শকে আঁকড়ে ধরে রেখে দেশের যে কোন পরিস্থিতিতে নিজেদেরকে বিলিয়ে দিয়ে থাকেন।
তারি ধারাবাহিকতা ধরে ফরিদপুর জেলা শাখার ছাত্রলীগ দিনরাত একাকার করে নিজের সন্মান ধরে রেখে ছাত্রলীগের সংগঠনের স্বনাম ধরে রেখে ফরিদপুর জেলায় কাজ করে চলছে।
ফরিদপুর জেলা শাখার ছাত্রলীগ সংগঠনের সভাপতি মোঃ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান,সাধারন সম্পাদক ফাইম আহমেদ,সহ সংগঠনের নেত্রীবৃন্দরা ইতি মধ্যে তাঁদের কর্মকান্ড দেখিয়ে ফরিদপুরে প্রতিটি মানুষের মনের মধ্যে ভালবাসার জায়গা করে নিয়েছেন।
বন্যাকবলিত মানুষের পাশে থাকা ,মহামারি করোনা ভাইরাসে মানুষের পাশে থাকা,শীতের সময় রাতের আধাঁরে অসহায় মানুকে শীতবস্ত্র বিতরণ করা, অসহায় কৃষক টাকার অভাবে ধান না কাটতে পারায় তাঁদের জমির ধান কাটে দেয়া, বৃদ্ধা আশ্রম মায়ের পাশে থেকে তাঁদের দেখাশোনা করা,অসহায় ছাত্র ছাত্রীর পাশে থেকে তাঁদের সহযোগীতা করা, এক কথা এ সব ছিলো চোখে পড়ার মত। যার কারনে ফরিদপুর সর্বশ্রেনী মানুষের মন জয় করে নিয়েছে ছাত্রলীগ।
পবিত্র মাহে রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে মাসব্যাপী ছাত্রলীগের কর্মসূচি শুরু হয়েছে। সাড়ামাস ধরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেহরী ও ইফতার বিতরণ কর্মসূচি।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সেহেরি বিতরণ করা হয় এরই অংশ হিসেবে আজ প্রথম রমজান রাত তিনটা থেকে চারটা পর্যন্ত ফরিদপুর জেলা ছাত্রলীগ উদ্যোগে সংগঠনের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় সেহরি বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে ফরিদপুর জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ফাইম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান , সাধারণ সম্পাদক মীর শান্ত, জেলার সহ সভাপতি আশরাফী মধু,জাহিদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক অর্মিত বিশ্বাস অর্ক , দপ্তর সম্পাদক অর্ঘ চক্রবর্তী সহ জেলা ও শহর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ প্রমূখ।