মোঃ আতাউর রহমান সরকার ( চাঁদপুর) :
চাঁদপুর-সিলেট লাইনে প্রায় তিন যুগ আগে একটি ট্রেন চালু ছিলো। অত্যন্ত জনপ্রিয় ও রেলওয়ের ব্যবসাবহুল এ লোকাল ট্রেনটি অজানা কারণে বন্ধ করে দেয়া হয়। এরপর এই ট্রেন সার্ভিসটি চালু করতে বহু চেষ্টা-তদবিরেও আর আলোর মুখ দেখেনি।
অবশেষে দীর্ঘ তিন বছর পর এবার রমজানের ঈদকে উপলক্ষে ঈদের আগে ৪ দিন এবং পরে ৫ দিন চাঁদপুর-সিলেট রুটে ১টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এটি ৮ কোচের ট্রেন হবে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার।
তিনি জানান , এবারই প্রথম পরীক্ষামূলকভাবে আমাদের অনুরোধে চাঁদপুর-সিলেট রুটে স্পেশাল ট্রেন চলবে। ইতোমধ্যে এর আদেশ কপি আমরা হাতে পেয়েছি। এই ট্রেনের টিকেট আমাদের অন্যান্য ট্রেনের মতোই সব স্টেশন হতে কাটা যাবে। আশা করছি এর মধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ে আরো একধাপ এগিয়ে যাবে।
এদিকে যাত্রীদের সাথে কথা বললে তারা জানায় রেলওয়ে কতৃপক্ষকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সার্ভিস চালুর ফলে আমাদের ঈদযাত্রা সহজ ও আনন্দদায়ক হবে।