খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আজ শনিবার বিকাল ৪ টারদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্রেস্ক ভবনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মোহিত লাল রায়,বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী,চালনা এমএম কলেজের সহকারী অধ্যাপক সুকুমার মন্ডল,সাংবাদিক মামুনুর রশীদ সহ উপজেলার বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় বক্তৃরা বলেন স্বাধীনতার আকাঙ্খা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।আজ ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস।বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিনে শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল।