রাজশাহী জেলার চারঘাট উপজেলার ঝিকড়া এলাকা থেকে দুই’শত বোতল ফেন্সিডিল সহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার ( ২৪ মার্চ ) দুপুর আনুমানিক সাড়ে ৩ টায় চারঘাট থানাধীন ঝিকড়া জোয়ারদার পাড়া গ্রামের নকিম উদ্দিন (৬০) বসত বাড়ির সামনে থেকে তাদের ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল ও মাদক বহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল এবং একটি ব্যাটারী চালিত অটোভ্যানগাড়ি সহ আটক করা হয়।
ডিবি সূত্রে জানাযায়, পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় ইং-২৪/০৩/২০২৩ তারিখ ১৫.৪০ ঘটিকায় চারঘাট থানাধীন ঝিকড়া জোয়ারদার পাড়া গ্রামস্থ ধৃত ১নং আসামীর বসত বাড়ির সামনে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করাকালে এজাহারনামীয় ধৃত আসামী ১। মোঃ নকিম উদ্দিন (৬০), পিতা মৃত নাজিম উদ্দিন@ নজু, ২। মোঃ বাবু (২৮) পিতা মোঃ মুনসুর সরকার, উভয় সাং- ঝিকড়া জোয়ারদার পাড়া, থানা-চারঘাট, জেলা রাজশাহী, ৩। মোঃ বুলবুল আলী(৪৭), পিতা-মৃত মাহাতাব উদ্দিন, ৪। মোঃ তুফানি (৩০), পিতা-মোঃ নুরুল ইসলাম, উভয় সাং- শিবগঞ্জ, জেলা -চাঁপাইনবাবগঞ্জ গণদের হেফাজত হতে ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও একটি ব্যাটারী চালিত অটোভ্যানগাড়ি সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে ধৃত আসামীগণদের ও পলাতক আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে । মামলাটি তদন্তাধীন।