ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের সঙ্গে জড়ালো গায়িকা কোনালের নাম!

প্রতিবেদক
admin
মার্চ ২৩, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

এই মুহূর্তে ঢালিউডে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে বর্বর ধর্ষণ-কাণ্ডের অভিযোগ। এটা নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা। এর মধ্যেই বেরিয়ে এলো এই নায়কের আরও একটি চাঞ্চল্যকর গোপন প্রেমের তথ্য। এবার শাকিব খানের সঙ্গে নাম জড়িয়েছে এক গায়িকার। মিলি সুলতানা নামের আমেরিকা প্রবাসী বাংলাদেশী এক সাংবাদিক – লেখিকা শাকিব খান ও “ক” আদ্যাক্ষরের গায়িকার গোমড় ফাঁস করেছেন। এটা নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন।

স্ট্যাটাসের শুরুতে মিলি সুলতানা শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর অভিনয়ের আলোচনা – সমালোচনা করে নিউইয়র্কে নায়কের সঙ্গে গায়িকার বার্গার খাওয়ার ঘটনা তুলে ধরেছেন। সেই সঙ্গে একই গায়িকার সঙ্গে এফডিসির মেকাপ রুমের একটি ঘটনাও তুলে ধরেছেন তিনি। তার ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

বুবলী জানতেন তথাকথিত কিং খান একসঙ্গে তিন চার সিলেন্ডারের গাড়ি চালান। ঢাকার একটি নামকরা পত্রিকার জনৈক বিনোদন সাংবাদিক তার গায়িকা স্ত্রীকে ফেসবুকের যুধিষ্ঠিরের কাছে দফায় দফায় বর্গা দিয়েছেন। সেই গায়িকার নাম “ক” দিয়ে শুরু। ২০০৯ সালের চ্যানেল আই সেরা কণ্ঠে নির্বাচিত হন ওই গায়িকা। “ক” আদ্যাক্ষরের সেই গায়িকা নিজেকে রুনা লায়লার “মিলিনিয়াম ভার্সন” মনে করেন।

আপনাদেরকে একটা ঘটনা বলি, এফডিসির তিন নম্বর ফ্লোরে একটি ছবির শুটিং চলছিল। নায়ক মেকআপ রুমে বিশ্রামে ছিলেন। শুটিংয়ের জন্য নিজেকে তৈরি করার আগে তিনি শর্টকাট একটা ন্যাপ নেন। মহান নায়কের বডিগার্ড ছিল হারুন নামের একব্যক্তি। তো হল কি, বডিগার্ড হারুনকে দেখা গেলো মেকআপ রুমের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। দরজা বন্ধ করে নায়ক সেই গায়িকাকে নিয়ে বন্ধ কামরায় এক্কাদোক্কা খেলছিলেন। সেদিন নায়কের গভীর মাজরা বুঝতে কলাকুশলীদের খুব একটা সময় লাগেনি।

গায়িকার স্বামী সাংবাদিক সাহেব নায়ককে বিস্তর স্পেস দিয়েছেন তার গায়িকা স্ত্রীর সাথে রোমান্স করার জন্য। অর্থাৎ এই ভদ্রলোক জেনেশুনে তার স্ত্রীকে বন্ধক রেখেছেন ফেসবুকের যুধিষ্ঠিরের কাছে। বিনিময়ে গায়িকা স্ত্রী একের পর এক সিনেমায় প্লেব্যাক করার সুযোগ পাচ্ছেন। পরজীবী সাংবাদিক যুধিষ্ঠিরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একই পেয়ালায় স্যুপ চ্যাঙ ব্যাঙ চিকেন ফ্রাই পায়েস সেমাই জর্দা শেয়ার করেছেন।

এমন বিরল প্রজাতির উদার স্বামী পেয়ে সুদর্শনা গায়িকা আনন্দে চাকভুম চাকভুম করছেন। স্বামীর আশীর্বাদ নিয়ে গায়িকা দুরন্ত গতিতে নিজেকে সমর্পণ করেছেন জাহিল নায়কের কাছে। চতুর গায়িকা তার সৌন্দর্য দিয়ে নায়ককে কাবু করে নায়কের সুপারিশে প্লেব্যাকের কাজ পাচ্ছেন।

করোনার সময় নিউইয়র্কে চ্যানেল আইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে আসেন তারা। একদিন তারা হোটেলের স্যুটে শীতল পাটি বিছিয়ে গল্প গুজব করছিলেন। আড্ডার এক পর্যায়ে হঠাৎ নায়কের বার্গার খেতে ইচ্ছে করলো। যে কোনো বার্গার হলে চলবে না। নায়ক স্পেসিফিক যে বার্গার লাইক করেন, সেটাই আনতে হবে। সেই স্পেসিফিক বার্গার তার চাই-ই চাই। সাংবাদিক ভদ্রলোক বার্গার আনতে বেরিয়ে পড়লেন। হোটেল থেকে বার্গার কিনতে যাওয়ার দূরত্ব ৪০ মিনিটের মত।এই চল্লিশ মিনিটের মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য রঙিন সিনেমা বানিয়ে ফেললেন নায়ক আর গায়িকা। জগতে এমন বিরল সাংবাদিকের দেখা কমই পাওয়া যায়।

মেরুদণ্ডহীন বিনোদন সাংবাদিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নিজের স্ত্রীকে অন্যের জৈবিক ক্ষুধার উপকরণ বানিয়ে অন্যের বেডরুমে ঢুকিয়ে দিয়েছেন। বুবলী বেগমের কপালটাই মন্দ। এক সময়ের বেস্ট ফ্রেন্ড সে কিনা তারই পিঠে ছুরি চালিয়েছেন? বেস্ট ফ্রেন্ডের সাথে যুধিষ্ঠিরকে নাঙ্গা হাতে পাকড়াও করার জন্য নিউইয়র্কে উড়ে এসেছিলেন বুবলী। কিন্তু পারেননি পাকড়াও করতে। উল্টো নিজেই বহিস্কৃত হয়েছেন যুধিষ্ঠিরের জীবন থেকে।

এক সময়ের প্রিয় বন্ধুর সাথে বেঈমানী করা ঘসেটি বেগম ওরফে গায়িকা কিন্তু বুবলীর ভাগের সব দধি ছানা মালাই একাই গপাগপ খেয়ে ফেলেছেন। তাই একগাদা স্মৃতি রোমন্থন করা ছাড়া বুবলীর আর কোনো উপায় নাই। বেস্ট ফ্রেন্ড গায়িকা কৌশলে বুবলীর চোখে মলম লাগিয়ে তার কোলবালিশ ছিনতাই করেছেন। বুবলী প্রায়শই রেগে অগ্নিশর্মা হয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করেন, শয়তান ডাইনী এই ছিল তোর মনে?

মিলি সুলতানা তার পোস্ট কারো নাম উল্লেখ না করলেও এটি যে কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনালকে কেন্দ্র করে দেওয়া হয়েছে সেটা স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশী বিনোদন জগতের লোকজনের কাছে। তিনিই ২০০৯ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ রিয়ালিটি শো জিতেছিলেন। এছাড়াও শাকিবের সুবাদে একের পর এক সিনেমায় গান করছেন কোনাল। তাছাড়া চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেদিন নিউইয়র্কে ছিলেন কোনাল ও তার স্বামী মনজুর কাদের জিয়া। একসঙ্গে তাদের বেশকিছু ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন তারা। যদিও বিষয়টি শাকিব এবং কোনাল দুজনের কেউই স্বীকার করেননি।

উল্লেখ্য, সম্প্রতি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ বাংলাদেশে এসে নায়ক শাকিব খানের নামে মিথ্যা আশ্বাস ও ধর্ষণের অভিযোগ তুলেছেন। বুধবার (১৫ মার্চ) বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী ও ক্যামেরাম্যান সমিতি বরাবর এমন লিখিত অভিযোগ করেন তিনি। এরপর থেকেই উত্তাল দেশের শোবিজ অঙ্গন।

Don`t copy text!