খুলনার দাকোপে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কর্মী সভা যুব সমাবেশে পরিনত হয়েছে।
কর্মী সভায় অংশ নিতে খন্ড খন্ড মিছিল নিয়ে চালনা চালনা পৌর মিলনায়তন প্রাঙ্গনে নেতা কর্মীরা আসতে শুরু করে যুবলীগের পাশাপাশি ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল নিয়ে আসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আইন বিচার বিভাগীয় সংসদীয় কমিটির স্হায়ী সদস্য এ্যাভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।এসময় তিনি বলেন গনতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।তিনি বলেন ‘গণতন্ত্রের অগ্রযাত্রা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা একের পর এক ষড়যন্ত্র করছে।ষড়যন্ত্র কারীদের প্রতিহত করতে হলে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ যুবলীগকে শক্তহাতে প্রতিহত করতে হবে।এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড ও যুবলীগের নেতাকর্মীদের উদ্যেশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
আজ ২২ মার্চ বুধবার সকাল ১১ টারদিকে চালনা পৌরসভা মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি গৌরপদ বাছাড়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিহির কান্তি মন্ডলের পরিচালনায় উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী সভায় মান্যবর অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও খুলনাজেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডল,আলোকিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতিও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিনয়কৃষ্ণ রায়,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,জয়ন্তী রানী সরদার।
প্রধান বক্তা খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ,বিশেষ অতিথি খুলনা জেলা যুবলীগেরর সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মাহফুজ রহমান সোহাগ,বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি রবার্ট নিস্কন ঘোষ।
এ সময় আরো বক্তব্য রাখেন যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম,রবার্ট হালদার,গৌতম সরকার, মেহেদী হাসান বুলবুল,রতন কুমার মন্ডল,জাহিদুর রহমান মিল্টন,সবুজ সরকার প্রমুখ।দাকোপের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পযন্ত সকল পর্যায়ের নেতাকর্মীদের উৎসব মুখর
পরিস্হিতি লক্ষ করা যায়।