সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত তিন জন শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভাসির্টিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়,দুপুরে পরীক্ষা দিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে গাড়িতে উঠছিলেন।
এসময় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ঈঝঊ) ও ইলেকটিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ঊঊঊ) বিভাগের শিক্ষার্থীরা ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করেন। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে তিন জন আহত হয়। পরে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করলে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাস থেকে সড়িয়ে দেয়। এবিষয়ে ইন্টার্স ইউনিভাসির্টির কয়েকজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন,এটা ছোট খাট বিষয় নিউজ করার মতো না কিছু সাংবাদিকদের কারণে দুবাইয়ে আরাভ খাঁেনর মত লোকেরা সাংবাদিকদের বকা ঝকা করে। মারা মারি হয়েছে আহত হয়েছে তাহলে নিউজ করা যাবে না কেন তখন তারা বলেন,বিষয়টি চেপে যান ভাই অন্য এক সময় ভালো নিউজ কইরেন। এদিকে কিকারণে মারামারি হয়েছে তা জানাতে পারেনি শিক্ষার্থীরা তবে একটি পক্ষ বলছে ক্রিকেট খেলার জের ধরে এঘটনা ঘটেছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন নয়ন কারকুন বলেন,কিকারণে মারা মারি হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।