“প্রান্তিক কৃষকের অধিকার নিশ্চিতে দাঁড়াই” এক সাথে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বেসরকারী এনজি প্রতিষ্ঠান বেনিফিশিয়ারি’জ ফ্রেন্ডশিপ ফোরাম(বিএফএফ)এর আয়োজনে কৃষকের অধিকার,কৃষিজমির সঠিক ব্যবহার ও সরকারি পরিষেবা প্রাপ্তি শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়েছে।
এ এল আর ডি সহযোগিতায় ও গত (২২ মার্চ) সকালে বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো: জিয়াউল হক,
সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসান,রুলফাও, রাজশাহী এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, স্পিড ট্রাস্ট,বরিশাল এর নির্বাহী পরিচালক শামসুল ইসলাম দিপু, এফ ডি এ এর নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্ট এর সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, পথকলি এর নির্বাহী পরিচালক মোঃ বেলায়েত হোসেন ,শাপলা এর নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, ডিক্রির চর ইউনিয়ন পরিষদ সদস্য মো: হায়দার আলী খান,উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম, নর্থ চ্যানেল, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানা ইয়াসমিন।
বিএফএফ এর সহকারী কর্মসূচি কর্মকর্তা রায়হানা রহমানের সঞ্চালনায় সেমিনারে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছনেরটেকের পলাশ দলের সদস্য আমেনা বেগম, জবা দলের সদস্য রানু বেগম ও হামেদ মুন্সীর ডাঙ্গীর সূর্যমুখী দলের সভাপতি সোমাইয়া আক্তার।