খুলনার দাকোপের ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপে নির্মাণধীন ঘর পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা।
আজ ২০ মার্চ সোমবার বিকালের দিকে লাউডোব ইউনিয়নের কালিকাবাটী ও বানীশন্তার আমতলা আশ্রয়ন প্রকল্পের সুফলভোগী পরিবারের সাথে কথা বলেন তাদের খোজ খবর নেন, তাদের কোন সমস্যা হচ্ছে কিনা এ বিষয় জানতে চান এসময় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দরা জানান আমাদের কোন আশ্রয়ের জায়গা ছিলনা জীবনে অনেক কষ্ট করেছি মাথা গোঁজার ঠাই ছিলনা।মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা মাথা গোঁজার ঠাই পেয়েছি। ঘরে বসেই খাবার পাচ্ছি।যা কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি।আশ্রয়নে পানি বিদুৎ এবং ড্রেনেজ করা হয়েছে। আমাদের কোন সমস্যা নেই।
এসময় উপস্হিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের,লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখযুবরাজ,প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল,
ভুমি অফিসের প্রধান অফিস সহকারী কিরন বালা,লাউডোব ও বানিশন্তার ভুমি অফিসের তহশীলদার জাকির হোসেন সহ অন্যরা।